ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

পেঁয়াজের মূল্য উর্ধ্বগতিরোধে ভ্রাম্যমান আদালতের অভিযান 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

প্রকাশিত : ২২:২৩, ৬ জানুয়ারি ২০২০

পেঁয়াজের মূল্য উর্ধ্বগতিরোধে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে ও নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়ুয়া শহরের জগৎ বাজার ও আনন্দ বাজারের বেশ কয়েকটি পেঁয়াজের আড়তে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে দোকানে সঠিক মূল্য তালিকা এবং পেঁয়াজের বস্তায় মোড়ক লাগানোর জন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সর্তক করা হয়। 
ভ্রাম্যমান আদালতের অভিযান শেষে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়ুয়া জানান, বাজারে দেশীয় পেঁয়াজ ১২০ থেকে ১৩৫ টাকা, হল্যান্ড থেকে আমদানিকৃত পেঁয়াজ ৮০ থেকে ১০০ টাকা ও চীন থেকে আমদানীকৃত পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তিনি বলেন, চলমান পেঁয়াজের বাজার ব্যবস্থাপনা মনিটরিংসহ দ্রব্যমূল্যের উর্ধ্বমূল্য রোধে ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।  

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি