ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফতুল্লায় গ্যাসের চুলা বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:০১, ৭ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি বাড়িতে গ্যাস বিস্ফোরণে শরীফ ও ফরিদা নামে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোর ৬টায় উপজেলার কায়েমপুর মুফতি নজরুল ইসলামের তৃতীয় তলা বাড়ির নিচ তলায় এ ঘটনা ঘটে। দগ্ধ ফরিদার অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তার শরীরের ৮০ ভাগ দগ্ধ হয়েছে। 

ওই বাড়িটির নিচ তলায় কয়েকটি পরিবার ভাড়া থাকেন আর উপরের দু’তলা থেকে তিনতলা ও ছাদে টিনের ঘর তৈরি করে সেখানে জামিয়া দারুস সালাম নামে মাদ্রাসা দিয়েছেন বাড়ির মালিক মুফতি নজরুল ইসলাম।

স্থানীয় লোকজনদের অভিযোগ, ভোরে বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশের লোকজন এগিয়ে এসে খোঁজ খবর নিতে চাইলেও বাড়ির ম্যানেজার আ. ওহাব মিয়া কাউকে বাড়ির ভিতরে প্রবেশ করতে দেননি। 

এ সময় দগ্ধ ফরিদার চিৎকার শুনে ম্যানেজারের উপর সাধারণ মানুষ ক্ষিপ্ত হলে সে বাড়ির গেইট খুলে দেয়। তখন আশপাশের লোকজন গিয়ে ওই দম্পতিকে উদ্ধার করে শহরের ৩’শ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে পাঠানো হয়।

স্থানীয় লোকজন আরও জানান, যে ঘরে বিস্ফোরণ ঘটেছে সে ঘরটিতেই গ্যাসের চুলা। ঘরে গ্যাস লিকেজ হয়েছে অনেক আগে থেকেই কিন্তু বিষয়টি বাড়ির ম্যানেজার জানলেও কোনো সমাধান করেননি। 

ম্যানেজার আ. ওহাব মিয়া জানান, ‘সামান্য পুড়েছে। এটা নিয়ে স্থানীয় লোকজন হৈ চৈ করেছে। আমি হাসপাতালে যাচ্ছি তাদের খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানাবো।’

তবে ঢাকা মেডিক্যাল হাসপাতাল সূত্রে জানা গেছে, ‘ফরিদার শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। আর শরীফ সামান্য দগ্ধ হয়েছেন। তাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি