ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নড়াইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৯, ৭ জানুয়ারি ২০২০

নড়াইলের লোহাগড়া উপজেলার কামঠানা গ্রামের মাদক ব্যবসায়ী রমজান মোল্লা রমাকে (৩৫) ৫০০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোরে লোহাগড়ার কালনাঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। রমজান কামঠানা গ্রামের ওলফাত মোল্লার ছেলে। 

লোহাগড়া থানার এসআই মিলটন কুমার দেবদাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে রমজানকে ৫০০ পিস ইয়াবাসহ কালানাঘাট এলাকা থেকে আটক করা হয়। রমজান কক্সবাজারের উখিয়া থেকে ইয়াবাগুলো নিয়ে লোহাগড়ায় আসছিল। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় দেড় লাখ টাকা। ২০১২ সাল থেকে ইয়াবাসহ মাদক কেনাবেচার সঙ্গে জড়িত রমজান। চট্টগ্রামে তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, মাদকের ব্যাপারে কোনো ছাড় নয়। জেলাকে মাদকমুক্ত করতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি