ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

ধর্ষকের শাস্তি দাবিতে উত্তাল ফেনী

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৬, ৭ জানুয়ারি ২০২০

ধর্ষকের বিচারের দাবিতে ফেনীতে মশাল মিছিল

ধর্ষকের বিচারের দাবিতে ফেনীতে মশাল মিছিল

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত ধর্ষকের বিচারের দাবিতে ফেনীতে প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে ধর্ষকের বিচারের দাবিতে শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে উঠে ফেনী।
 
‘আমরা ফেনীর সন্তান’ ব্যানারে মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে শহরের ট্রাংক রোড় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও মোমবাতি প্রজ্জলনের কর্মসূচী পালন করা হয়। এতে অংশগ্রহণ করে শহরের সর্বস্তরের মানুষ। 

পরে সন্ধ্যায় শহীদ মিনার থেকে শুরু হয় মশাল মিছিল। ধর্ষকের বিচারের দাবিতে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে ফেনী। এ মিছিলে অংশগ্রহণ করেন সাধারণ পথচারীরাও। মিছিল থেকে ধর্ষকের ফাঁসির দাবি তোলা হয়। 

মশাল মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের খেজুর চত্ত্বর, দোয়েল চত্ত্বর ও প্রেসক্লাব প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে বিক্ষোভে মিলিত হয়। সেখানে সমবেত মানুষ ধর্ষকের বিচারের জন্য সরকারের দ্রুত পদক্ষেপ আশা করেন। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি