কুমিল্লায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল ৩০০ জন
প্রকাশিত : ১০:১৭, ৮ জানুয়ারি ২০২০
কুমিল্লায় খন্দকার জাহানারা-কাশেম ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ জন হতদরিদ্রকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী নগরীর দক্ষিণ চর্থা এলাকায় ফাউন্ডেশনের হলরুমে ভার্ড কামাল চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ কার্যক্রমের উদ্বোধন করেন ‘কুমিল্লা ক্যাবল টিভি’র সহ-সভাপতি ও ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল আলম খন্দকার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কোহিনুর আক্তার, ডা. ফাহাদ বিন হোসেন, ডা. খন্দকার শাহীনুর আক্তার শান্তা, ভার্ড আই কেয়ার হাসপাতালের ব্যবস্থাপক মো. নুর হোসেন মিয়া, ফাউন্ডেশনের কর্মকর্তাসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এতে ৫০ জন হতদরিদ্র নারী-পরুষকে অপারেশনের জন্য বাছাই করা হয়। এছাড়া অন্যান্য রোগীদের প্রাথমিক চিকিৎসা প্রদানসহ বিনামূল্যে চশমা ও ওষধ বিতরণ করা হয়।
একে//
আরও পড়ুন