ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বরিশালে ৩ লাখ শিশুকে ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে 

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৭, ৮ জানুয়ারি ২০২০

বরিশালে দ্বিতীয় রাউন্ডে ৩ লাখ ১০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। দুই লাখ পাওয়ারের লাল ও এক লাখ পাওয়ারের নীল ক্যাপসুল খাওয়ানো হবে।

আগামী শনিবার বরিশাল সিভিল সার্জনের উদ্যোগে বরিশাল মহানগরী বাদে জেলার ১০ উপজেলায় ৩ লাখ ১০ হাজার ৬৩৮ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

আজ বুধবার সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে সিভিল সার্জনের পক্ষে ডা. মাহ্মুদুল হাসানের সভাপতিত্বে সংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালয় এ তথ্য জানানো হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি