ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

ঝালকাঠি প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৫৬, ৮ জানুয়ারি ২০২০

ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী ফলক উন্মোচন করে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন। 

এসময় ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ ও ক্যাপ্টেন ইয়াসিন আরাফাত উপস্থিত ছিলেন। পরে তিনি বঙ্গবন্ধু কর্ণার ঘুরে দেখেন। কর্ণারটিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, ইলেকট্রনিক ডিভাইজ, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের নানা ধরনের বিডিও ছবি বই রয়েছে। 

বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী  বলেছেন, বঙ্গবন্ধু কর্ণার আমাদের নতুন প্রজন্ম তারা যেন সহজে বঙ্গবন্ধুর সম্পর্কে জানতে পারে এজন্য  ইলেকট্রনিক ডিভাইজের মাধ্যমে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের নানা ধরনের ভিডিও ছবি  বই রাখা হয়েছে। একসময় বঙ্গবন্ধুকে অজানার পর্যায়ে নিয়ে যাওয়া হয়ে ছিলো। তাই নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর সম্পর্কে জানা,বঙ্গবন্ধুর ধারণা দেয়া এবং বঙ্গবন্ধুকে জানাই বাংলাদেশকে জানা। সেই সুযোগটা করে দেয়ার জন্য এ বঙ্গবন্ধু কর্ণার করা হয়েছে। 

কেআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি