ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কলারোয়ায় পুলিশের অভিযানে গাজাসহ আটক ৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৩, ৮ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৯:৫১, ৮ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

কলারোয়ায় থানা পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাজাসহ এক যুবক ও ওয়ারেন্টভুক্ত দুই আসামী আটক হয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস স্যারের নেতৃত্বে এসআই তম্ময় কুমার দেবনাথ, এএসআই মিজানুর রহমান, এএসআই কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার ভোররাতে অভিযান চালিয়ে উপজেলার গণপতিপুর গ্রামস্থ জনৈক মোয়াজ্জেম হোসেনের ইট ভাটার পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে ১০০ গ্রাম গাঁজাসহ ইব্রাহিম মোল্ল্যা (৫৫) কে আটক করা হয়। 

সে উপজেলার গণপতিপুর গ্রামের মৃত খোদা বক্স মোল্ল্যার ছেলে। অপর এক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী আক্তারুল ইসলাম (৩৬) কে আটক করা হয়। সে উপজেলার ব্রজবাকসা গ্রামের ওমর আলী সরদারের ছেলে। একই গ্রামের ওয়ারেন্টভুক্ত আসামী মহির উদ্দিন মোড়লের ছেলে রনি হোসেন (১৯) কে আটক করা হয়। আটককৃতদের সাতক্ষীরা আদালতে সোপর্দ করা হয়েছে।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি