ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কলারোয়ায় পানিতে ডুবে কিশোরীর মৃত্যু 

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৪, ৮ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসায় খালের পানিতে ডুবে ফিরোজা খাতুন (২৬) নামে এক মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা কারিগর পাড়া গ্রামের আব্দুর রশিদের ছোট মেয়ে  ফিরোজা খাতুন বাড়ির পার্শের  ব্রিজ সংলগ্নে খননকৃত  খালে গোসল করতে যেয়ে পানিতে ডুবে মারা যায়।

পরিবার সূত্রে জানা যায়, ফিরোজা খাতুন ছোট বেলায় থেকেই মৃগী রোগে ভুগছিল। দুপুরে প্রতিদিনের মত স্থানীয় (পুনঃ খননকৃত) খালে গোসল করতে গেলে মৃগী রোগাক্রান্তে অচেতন হয়ে পানিতে ডুবে যায়। বাড়িতে আসতে দেরি হওয়ায় পরিবার ও স্থানীয় জনগন খালের পানিতে ৩ ঘন্টা ধরে সন্ধান চালিয়ে ওই খাল থেকে লাশ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার পূর্বে লাশ উদ্ধার করেন প্রতিবেশিরা। কিশোরীর মৃত্যুতে পরিবার আত্মীয়-স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি