ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দোহারে ড্রেজারের পাইপ ধ্বংস 

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা 

প্রকাশিত : ২৩:৩৪, ৮ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ঢাকার দোহারের পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ড্রেজারের প্রায় ১০০ পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে উপজেলার বিলাসপুরঘাট, দেবীনগর, বটিয়া, কুতুবপুুরে অভিযান চালিয়ে ৫টি ড্রেজারের প্রায় ১০০টি পাইপ ধ্বংস করা হয়। এসময় ড্রেজারের মালিক এবং কর্মচারীরা পালিয়ে যাওয়ায় কাউকে পাওয়া যায়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, দোহারে পদ্মার ভাঙন রোধে কাজ চলছে। তাই প্রকল্পের আশেপাশেসহ পদ্মার কেউ অবৈধভাবে বালু উত্তোলন করতে পারবে না। অবৈধ বালু উত্তোলন রোধে নিয়মিত আমাদের অভিযান চলবে। যারা অবৈধভাবে বালু উত্তোলন করবে তাদের আইনের আওত্বায় আনা হবে। এসময় তিনি সকলকে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে তথ্য দেওয়ার আহবান জানান।

অভিযানে দোহার থানার এসআই মো. মাসুম লাভলু, ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

কেআই/আরকে


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি