ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইজতেমা ঘিরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১১:০৯, ৯ জানুয়ারি ২০২০

আগামীকাল অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমাকে ঘিরে মুসল্লিদের সমাগম এবং যানবাহনের বাড়তি চাপ থাকার কারণে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

এতে চরম ভোগান্তিতে পড়েছেন ইজতেমায় আগত মুসুল্লিসহ অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পুলিশ জানায়, সকাল থেকে ইজতেমা অভিমুখে মানুষের আগমনকে কেন্দ্র করে সড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে গেছে। 

এছাড়া সকালে অফিসগামী মানুষের চাপ রয়েছে। ফলে চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনের জন্য কাজ করছে পুলিশ।

প্রসঙ্গত, আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে তিন দিনব্যাপী শুরু হচ্ছে এ ইজতেমা।

প্রথম পর্ব চলবে ১০, ১১ ও ১২ জানুয়ারি। এরপর চার দিন বিরতি দিয়ে ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে।

প্রথম পর্বের শেষ দিন ১২ জানুয়ারি ও দ্বিতীয় পর্বের শেষ দিন ১৯ জানুয়ারি উভয় পর্বে মুসলিম জাহানের সুখ, শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে ৫০তম বিশ্ব ইজতেমার আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি