চাঁপাই সীমান্তে বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশি নিহত
প্রকাশিত : ১৪:৩৩, ৯ জানুয়ারি ২০২০
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
বুধবার (৮ জানুয়ারি) গভীররাতে জেলার শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্ত এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের শ্যামপুর চরপাঁকা গ্রামের তোফজুল হকের ছেলে সেলিম (২৯) এবং দশরশিয়া পোড়াপাড়া গ্রামের সাদিকুল ইসলামের ছেলে সুমন আহম্মেদ (২৩)।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান জানান, বুধবার রাত ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার জোহরপুর ও ওয়াহেদপুর সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি আন্তর্জাতিক ১৬/৬ এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে ৩০/৩৫ জনের একটি গরু চোরাকারবারি দল ভারতে প্রবেশ করে।
এতে ৭৮-বিএসএফ ব্যাটালিয়নের চাঁদনিচক ক্যাম্পের তাদের ওপর গুলি চালালে ঘটনাস্থলেই ২ জন নিহত এবং ৩ জন আহত হয়।
এআই/
আরও পড়ুন