ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় ১০ লাখ শিশুকে খাওয়ানো হবে ‘এ’ প্লাস ক্যাপসুল 

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৩, ৯ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

নতুন বছরের শুরুতে কুমিল্লায় প্রায় ১০ লাখ শিশুকে ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন অফিসার ডাক্তার মো. মুজিবুর রহমান। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালায় তিনি এ তথ্য জানান। 

সিভিল সার্জন বলেন, আগামী ১১ জানুয়ারি কুমিল্লায় ৯ লাখ ৮১ হাজার ৪৩০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ সকল শিশুদের মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১ লাখ ২০ হাজার ৫২০ জনকে ‘নীল’ এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ‘লাল’ রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। 

জেলার ১৭টি উপজেলার ৪ হাজার ৯৯০টি কেন্দ্রে ৯ হাজার ৭৯৬ জন স্বেচ্ছাসেবক ও মাঠকর্মী ভিটামিন ‘এ’ প্রাস ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবেন। 

এ সময় ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মো.  শাহাদাত হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি