ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরাইলে পিকআপ ভ্যান সংঘর্ষে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৩, ৯ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে উবায়দুল হক লিটন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক কুমিল্লা জেলার বলেশ্বর গ্রামের ইউসুফ মিয়ার ছেলে। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার শাহবাজপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুটি পিকআপে থাকা আরো ৩ জন আহত হয়েছেন। 

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাঈনুল ইসলাম জানান, শাহবাজপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি গাড়িতে থাকা চারজন গুরুতর আহত হয়। পরে তাদের জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় লিটন মারা যান।

এআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি