ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঝালকাঠিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ খেলা শুরু

ঝালকাঠি প্রতিনিধি:

প্রকাশিত : ১৬:৪৬, ৯ জানুয়ারি ২০২০

ঝালকাঠিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজির গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। 

উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে সদর উপজেলার নৈকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৭-৬ গোলে নলছিটি উপজেলার আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বঙ্গমাতা গোল্ডকাপে কাঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৩-১ গোলে রাজাপুরের গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত এ টুর্নামেন্টে জেলার চার উপজেলা চ্যাম্পিয়ন ৮টি দল অংশ নিচ্ছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি