ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সমাজসেবা অধিদপ্তরকে শ্রেষ্ঠ দপ্তর পুরস্কারে ভূষিত

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৮, ৯ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবসে “সমাজসেবা অধিদপ্তরকে ডিজিটাল বাংলাদেশ’র শ্রেষ্ঠ দপ্তর” পুরস্কারে ভূষিত করায় বুধবার ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে দুপুরে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের নেতৃত্বে তাঁর কার্যালয় চত্বর থেকে আনন্দ র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে এ বিষয়ে জেলা প্রশাসকের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা সুলতানাসহ অনেকে বক্তব্য রাখেন। এসময় জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
  
কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি