ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫

জয়পুরহাটে জেলা প্রশাসকের সাথে টিভি রিপোর্টার্স ইউনিটির সাক্ষাৎ

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৩, ৯ জানুয়ারি ২০২০

জয়পুরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনের সাথে জয়পুরহাট টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নব নির্বাচিত সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সাংবাদিক এবং জেলা প্রশাসনের মধ্যে সম্পর্ক উন্নয়ন সেই সাথে জয়পুরহাট জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় নিয়ে মুক্ত আলোচনা হয়।
 
জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন বলেন, সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে জয়পুরহাটকে মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহমুক্ত জেলা হিসেবে গড়ে তোলাসহ জয়পুরহাটের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে, জেলাকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় জয়পুরহাট টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি যমুনা টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার আবদুল আলীম মন্ডল, সহ-সভাপতি একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আরটিভির জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান বক্তব্য দেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বাংলা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, কোষাধ্যক্ষ ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মোমেন মুনি, কার্যনির্বাহী সদস্য মাই টিভির জেলা প্রতিনিধি বিপুল কুমার সরকার এবং মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কাদের সুজনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কেআই/আরকে


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি