ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

মুজিববর্ষ উদযাপন ও ক্ষণগণনার জন্য প্রস্তুত ঠাকুরগাঁও 

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৭, ৯ জানুয়ারি ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি পালন ও ক্ষণগণনার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন। 

বৃহস্পতিবার জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম তাঁর  সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় সংবাদকর্মীদের কাছে এ বিষয়ে তথ্য উপস্থাপনসহ মুজিববর্ষ পালনে বছরব্যাপী গৃহীত কর্মসূচি সফল করতে সর্বস্তরের পেশাজীবীদের সহযোগিতা কামনা করেন। 

এসময় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু তাহের মো: আব্দুল্লাহ প্রমূখ। 

এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। 
 
জেলা প্রশাসক জানান, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মুজিববর্ষ উদযাপনে ক্ষণগণনা শুরু করার দিন ধার্য করা হয়েছে। এ উপলক্ষে ঠাকুরগাঁও শহরের জনবহুল এলাকা পুরাতন বাসস্ট্যান্ডের গোলচত্বরে ইতোমধ্যে ডিজিটাল ঘড়ি বসানো হয়েছে। এদিন বিকেলে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পস্তবক অর্পনের পর জাতীয় পর্যায়ের কর্মসূচি স্থানীয় জেলা পরিষদ মিলনায়তন চত্বরে শহরের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে বড় পর্দায় প্রদর্শন করা হবে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত ধারাবাহিক ভাবে বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 

কেআই/আরকে 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি