ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মোংলায় ৯ কার্গো জাহাজকে জরিমানা

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪১, ১০ জানুয়ারি ২০২০

ফিটনেস ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মোংলায় ৯টি কার্গো (লাইটারেজ) ও বাল্বহেড (ছোট নৌযান) জাহাজকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে পশুর নদীতে অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করে নৌ পুলিশের নেতৃত্বে নৌ অধিদপ্তরের নির্বাহী ম্যাজ্যিস্ট্রেট। মোংলা নৌ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে পশুর নদীতে চলা নৌযানগুলোর অধিকাংশরই লাইফ বয়া, ফিটনেস সমস্যাসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিলনা। তাই নৌ অধিদপ্তরের নির্বাহী ম্যাজ্যিস্ট্রেট (উপ সচিব) মো. বদরুল হাসান লিটন আমাদের সাথে নিয়ে অভিযান চালায়। এ সময় পাঁচটি বাল্বহেড ও চারটি কার্গো জাহাজকে ২৫ থেকে ৩০ হাজার করে দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।’

নির্বাহী ম্যাজ্যিস্ট্রেট (উপ সচিব) মো. বদরুল হাসান লিটন এ জরিমানা করেন। পরে জরিমানার এ অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হয়। অবৈধভাবে চলাচলকারী এসব নৌযানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নৌ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি