ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে মুজিববর্ষের ক্ষণগণনা উৎসব অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১১, ১০ জানুয়ারি ২০২০

বর্ণাঢ্য আয়োজনে নোয়াখালীতে মুজিববর্ষের ক্ষণগণনা উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার দুপুর আড়াইটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। জেলা প্রশাসক তন্ময় দাস র‌্যালীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন। 

জেলা প্রশাসন, জেলা আ.লীগে, বিভিন্ন সরকারি দপ্তর ও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্ব স্ব ব্যানার, ফেস্টুন, ফ্লেকার্ড নিয়ে হাজার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত র‌্যালীটি জেলা শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। পরে কার্যালয়ের সামনে জাতীয় উৎসবের সঙ্গে একাত্বতা রেখে বিভিন্ন আয়োজন করা হয়। 

পরে ‘চিরঞ্জীব শেষ মুজিব’ শীর্ষক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি