ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জয়পুরহাটে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪৫, ১০ জানুয়ারি ২০২০

জয়পুরহাটে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

জয়পুরহাটে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

Ekushey Television Ltd.

জয়পুরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষের ক্ষণগণনা শুরু উপলক্ষে শুক্রবার জেলা শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ। 

পরে স্বদেশ প্রত্যাবর্তন ও মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি সম্প্রচার দেখানো হয়। সেখানে কাউন্টডাউন ঘড়ি চালু করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার সালাম কবির, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কমকর্তা, মুক্তিযোদ্ধাও সাংবাদিক বৃন্দ। 

এছাড়া জেলার আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল ও পাঁচবিবি উপজেলায় একইভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি