ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৫, ১১ জানুয়ারি ২০২০ | আপডেট: ১১:৪২, ১১ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

খাগড়াছড়ির পানছড়ির দুর্গম মরাটিলা এলাকায় মহেন ত্রিপুরা পরেশ (৩০) নামে এক ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি ওই এলাকার মিলন ভুষন ত্রিপুরার ছেলে। 

শুক্রবার (১০ জানুয়ারি) রাত প্রায় ১০টার দিকে এই ঘটনা ঘটে। 

পানছড়ি থানার ওসি নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে। পরে ঘটনাস্থল থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।’ 

গোপন সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নিরাপত্তা বাহিনীর সাথে এই গোলাগুলির ঘটনা ঘটে। এসময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালালে তাদের পাল্টা গুলিতে প্রাণ হারান পরেশ। এসময় একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে।  

শনিবার (১১ জানুয়ারি) সকালে ইউপিডিএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘নিহত পরেশ দীর্ঘ আট বছর ধরে ইউপিডিএফ’র রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।’ 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি