ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ইজতেমার আখেরি মোনাজাতে বন্ধ থাকবে যেসব সড়ক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩০, ১১ জানুয়ারি ২০২০

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে আগামীকাল রোববার শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। যেখানে লাখো মুসল্লি একসঙ্গে আল্লাহর দরবারে সুখ, সমৃদ্ধি ও গোনাহ মাফের জন্য দোয়া করবেন। 

এ মোনাজাত নির্বিঘ্ন ও ময়দান ত্যাগ করতে সুবিধার জন্য আগামিকাল ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্ট থেকে জয়দেবপুর চৌরাস্তা, ঢাকা-সিলেট সড়কের গাজীপুর সদরের মীরের বাজার থেকে টঙ্গী ও আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়কের আব্দুল্লাহপুর থেকে বাইপাস সড়ক পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে পুলিশ। 

আজ শনিবার (১১ জানুয়ারি) দ্বিতীয় দিনেও ফজরের নামাজের পর থেকে বয়ান শুরু হয়েছে। আখেরি মোনাজাত উপলক্ষে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণসহ নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। 

দ্বিতীয় দিনে শুধুমাত্র তাবলীগের কাজ ও জোটবন্দি হয়ে তাবলীগের প্রচারের উপর আলোচনাকে গুরুত্ব দেয়া হচ্ছে। এবারের ইজতেমায় প্রায় অর্ধশতাধিক দেশের ২ হাজার বিদেশি মেহমান ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন । 

প্রথম পর্বের ইজতেমায় অংশ নিয়ে হৃদরোগ ও বার্ধক্যজনিত রোগে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি