ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বাগেরহাটে মুজিববর্ষের বর্ণাঢ্য র‌্যালি

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৮, ১১ জানুয়ারি ২০২০

বাগেরহাটে মুজিববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে (১১ জানুয়ারি) জেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি স্বাধীনতা উদ্যানে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে সরকারি-বেসরকারি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ সর্বস্তরের হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
 
পরে স্বাধীনতা উদ্যানে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’ শীর্ষক আলোচনা সভায় বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, জেলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমান, আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এমএ মতিন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, ভাইস চেয়াম্যান রেজাউল ইসলামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
এদিকে মোরেলগঞ্জসহ ৯ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার দ্বিতীয় দিনে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মোরেলগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা চেয়ারম্যান শাহ্-ই-আলম বাচ্চু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান শোভাযাত্রায় নেতৃত্ব দেন। শোভাযাত্রা শেষে জেলার সর্বত্র বঙ্গবন্ধুর স্থির চিত্র প্রদর্শনী, ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এআই/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি