ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জয়পুরহাটে মুজিববর্ষের র‌্যালি ও আলোচনা সভা

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৬, ১১ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

জয়পুরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসন চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এতে জেলা প্রশাসন, পুলিশ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়।
 
র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, উপজেলা চেয়ারম্যান এস এম সোলাইমান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় প্রমুখ।

এআই/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি