ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মুজিববর্ষ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী কর্মসূচি পালন 

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৩, ১১ জানুয়ারি ২০২০

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের উদ্যোগে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী কর্মসূচী পালন করা হয়েছে। 

এ উপলক্ষে শনিবার সকালে সকল শ্রেণী-পেশার অংসখ্য মানুষের অংশ গ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর ঘুড়ে জেলা পরিষদ মিলনায়তন চত্বরে গিয়ে শেষ হয়। 

পরে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শন ও বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটোর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশসাক নূর কুতুবুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সদর থানার ওসি তানভির হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদসহ আরো অনেকে।

বক্তাগণ বঙ্গবন্ধুর আর্দশে ও মুক্তিযুদ্ধের চেতনায় প্রজন্মকে উৎসাহিত করার বিষয়ে উদ্যোগ নিতে সকলের প্রতি আহবান জানান। এছাড়া সেখানে অনুষ্ঠিত হয়, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ শীর্ষক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ণিল আতশবাজি। 

কেআই/আরকে 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি