ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাজবাড়ীতে মাহেন্দ্র ও বাসের সংঘর্ষে নিহত ৫

রাজবাড়ী প্রতিনিধি: 

প্রকাশিত : ১৬:৫২, ১২ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৬:৫৯, ১২ জানুয়ারি ২০২০

ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোট ব্রীজ এলাকায় মাহেন্দ্র ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত এবং আহত হয়েছে ২ জন। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। উদ্ধার তৎপরতা চলছে।

সদর উপজেলার গোয়ালন্দ মোড় হাইওয়ে থানার ইন্সপেক্টর মাসুদ পারভেজ জানান, দৌলতদিয়া থেকে ছেড়ে আসা একটি মাহেন্দ্র সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের দিকে যাবার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী  গ্রীনলাইন পরিবহনের একটি বাস সদর উপজেলার খানখানাপুর ছোট ব্রীজ এলাকায় পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২ জন নারী ও ৩ জন পুরুষ নিহত এবং আরো দুইজন যাত্রী আহত হয়। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি