ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

খালিদ হোসেন স্মরণে শাহজাদপুরে বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৫১, ১২ জানুয়ারি ২০২০

কিংবদন্তি নজরুল সঙ্গীত শিল্পী খালিদ হোসেন স্মরণে সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন অনষ্ঠিত হয়েছে। 

রোববার দুপুরে রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তনে ঢাকা নজরুল একাডেমির আয়োজনে ও শাহজাদপুর উপজেলা প্রশাসন এবং শিল্পকলা একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে ভারতের রবীন মুখোপাধ্যায়, চন্দ্রনাথ ব্যানার্জী, জয়া ভাদুরী, সুমিতা চট্রোপাধ্যায়, সঙ্গীতা মুখোপাধ্যায়, অর্পণা দাসগুপ্তা, সোমা স্যানাল চক্রবর্তী, দীপা বসাক, তন্ময় বসাক, হিমাদ্রী মুখার্জী, চায়না মৈত্র ও সুধা বিশ্বাস সংগীত পরিবেশন করেন। তখন উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পিরা সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোর সভাপতিত্বে শিক্ষাবিদ এএম আব্দুল আজিজ, নজরুল একাডেমি ঢাকার সাধারণ সম্পাদক মিন্টু রহমান, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী সালামত হোসেন চৌধুরী রিনা, মুক্তিযোদ্ধা গোলজার হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমির বাবু শ্যামল কুমার সাহা, বায়েজীদ হোসেন, কাজী শওকত, কামরুন নাহার লাকী, প্রমূখ উপস্থিত ছিলেন।

কেআই/আরকে


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি