ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাট আশ্রয়ণ প্রকল্পে শীতবস্ত্র ও ঋণ বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫০, ১৩ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৫:৫৫, ১৩ জানুয়ারি ২০২০

উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করছেন- একুশে টেলিভিশন

উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করছেন- একুশে টেলিভিশন

জয়পুরহাট সদর উপজেলার বেড়ইল গ্রামের চাতরা পুকুর আশ্রয়ণ প্রকল্পের গরিব অসহায় মানুষের মাঝে শীত নিবারণের জন্য শীতবস্ত্র ও আর্থিক স্বচ্ছলতার জন্য ঋণ সহায়তা প্রদান করা হয়েছে।

আজ সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় জয়পুরহাট সদর উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে এসব শীতবস্ত্র ও ঋণ সহায়তা বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়। এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান মাহমুদ ও স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

আশ্রয়ণ প্রকল্পের মোট ৪০টি পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং ১২টি পরিবারকে ১ লাখ ২০ হাজার টাকার ঋণ সহায়তা প্রদান করা হয়।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি