ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শরণখোলায় তিন হরিণ শিকারী আটক

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১২, ১৩ জানুয়ারি ২০২০

বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আটককৃতরা- একুশে টেলিভিশন

বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আটককৃতরা- একুশে টেলিভিশন

Ekushey Television Ltd.

বাগেরহাটের পূর্ব সুন্দরবন থেকে তিন হরিণ শিকারীকে আটক করেছে বনবিভাগ ও কোস্টগার্ড। রোববার রাতে পূর্ব সুন্দরবন বিভাগের শরনখোলা রেঞ্জের পক্ষিদিয়া চর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ট্রলার, ৫০টি ফাঁদ, দুই হাজার মিটার সানদিয়া জালসহ নানা সরমঞ্জাদি উদ্ধার করা হয়। 

আটককৃতরা হলো- বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার গাববাড়িয়া গ্রামের সাইদ মাতবরের ছেলে মিরাজ (৩০), তাফালবাড়ি গ্রামের আবুল কালামের ছেলে হাকিম (২০) ও গাবগাছিয়া গ্রামের শাহজাহান খানের ছেলে মুছা (২৮)। 

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, রোববার রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের পক্ষিদিয়া চর এলাকা থেকে এদেরকে আটক করা হয়। অবৈধ বনে অনুপ্রবেশ ও বন্যপ্রাণী শিকার আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। 

আটককৃতদের আজ সোমবার দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হলে তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি