ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হিলিতে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল বিষয়ক কর্মশালা

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৭, ১৩ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

‘রাষ্ট্রীয় আইন মেনে চলি অটিজম শিশুদের স্কুলে ভর্তি করি’ এই স্লোগানে দিনাজপুরের হিলিতে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যবিলিটিজ বিষয়ক দিনব্যাপী উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড ডেভেলপমেন্টাল ডিজএ্যবিলিটিজ এর আয়োজনে হাকিমপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার সকাল থেকে দিনব্যাপী এই ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহন করেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দি, মাধ্যমিক শিক্ষা অফিসার বোরহান উদ্দিনসহ অনেকে।

সভায় বক্তারা অটিজম বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরেন। অটিজম শিশুরা অন্য শিশুদের মতোই শুধুমাত্র তাদের বিকাশ জনিত সমস্যা রয়েছে। তাই তাদের বাড়তি যত্ন, পরিবারের প্রতি ও সামাজিকভাবে আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানানো হয়, তাহলেই তারা অন্য শিশুদের মতো স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। সেই সাথে সকল বিদ্যালয়ে তাদের ভর্তি নিশ্চিত করতে ও তাদের প্রতি শিক্ষকদের বাড়তি যত্ন নেওয়ার প্রতি গুরুত্বারোপ করা হয়।

কেআই/এসি
 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি