ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে মাদক সেবনকারী এক গৃহবধূকে কারাদণ্ড 

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৩৯, ১৩ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও পৌর শহরের ডিসি বস্তিতে মাদক সেবনকারী এক গৃহবধূকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার আদালতের বিচারক সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ রায় প্রদান করেন। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল দুপুরে ডিসি বস্তিতে অভিযান পরিচালনাকালে মাদক বিক্রেতা হাসান আলীর স্ত্রী সালমা বেগমকে মাদক সেবনরত অবস্থায় আটক করে। পরে শুনানি শেষে ভ্রাম্যমান আদালতের বিচারক এ সাজা প্রদান করলে তাকে কারাগারে পাঠানো হয়।

এসময় উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেন, যতোদিন পর্যন্ত মাদক নির্মূল না হবে ততোদিন মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি