মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জে কৃষিসেবা ক্যাম্পেইন উদ্বোধন
প্রকাশিত : ২০:৫৯, ১৩ জানুয়ারি ২০২০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় ওয়ানস্টপ সমন্বিত কৃষিসেবা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন এ ক্যাম্পইনের আয়োজন করে।
আজ সোমবার সকালে মুকসুদপুর উপজেলার বনগ্রামবাজার মাঠে প্রধান অতিথি হিসাবে ওয়ানস্টপ সমন্বিত কৃষিসেবা ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় উপজেলা চেয়ারম্যান মো. কাবির মিয়া, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ আলী আশু মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
পরে অতিথিবৃন্দ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের স্টলগুলো পরিদর্শন করেন। এই ওয়ানস্টপ সার্ভিস ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় জনসাধারণ মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ বিষয়ক যাবতীয় সেবা ও পরামর্শ নিতে পারবেন।
এসি
আরও পড়ুন