ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুলাউড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, নিহত ২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৬, ১৪ জানুয়ারি ২০২০ | আপডেট: ১০:২৮, ১৪ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী সড়কের আছুরিঘাট নামক স্থানে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে একই পরিবারের দুই নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নুর আহমদ চৌধুরী বুলবুলের স্ত্রী সোফানা আক্তার (৪৫) ও তার ভাই গুলজার আহমদ চৌধুরীর স্ত্রী শিউলি আক্তার (৫২)।

আহত তোফায়েল আহমদ চৌধুরী ওই নারীর দেবর হন।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, ঘন কুয়াশায় বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে রাস্তার নিচে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের বাড়ি কুলাউড়ার হাজিপুর ইউনিয়নের ভুই গাঁও। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে মৃত দেহ হস্তান্তর করা হবে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি