ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সিসি ক্যামেরার আওতায় দেশের প্রথম গ্রাম হচ্ছে তিলকপুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৯, ১৪ জানুয়ারি ২০২০

সিসি ক্যামেরার আওতায় আসছে পাবনার ঈশ্বদী উপজেলার তিলকপুর গ্রাম। ইতোমধ্যেই স্থাপন করা হয়েছে ২৮টি ক্যামেরা। পরিকল্পনা রয়েছে ৩০০ সিসি ক্যামেরা বসানোর। গ্রামের যুবসমাজের উদ্যোগে বাস্তবায়ন হচ্ছে এ প্রকল্প। এর মাধ্যমে অপরাধ কমবে, বাড়বে সজেতনতা। এমন প্রত্যাশা উদ্যোক্তাদের।

পাবনা জেলা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের তিলকপুর গ্রাম। ৩ হাজার মানুষের এই গ্রামে চুরি-ছিনতাই ও ইভিটিজিং নিত্যদিনের ঘটনা। এর কারণে অতিষ্ঠ গ্রামবাসী।

এসব অপরাধ রোধে এগিয়ে আসে গ্রামের যুব সমাজ। পুরো গ্রামকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে কাজ শুরু করে তারা। এরিমধ্যে ২৮টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। বসানো হবে ৩০০ সিসি ক্যামেরা। উদ্যোক্তারা জানান, এতে ব্যয় হবে ২০ লাখ টাকা।

তাদের দাবি, এ উদ্যোগের মধ্য দিয়ে, সিসি ক্যামেরার আওতায় আসা দেশের প্রথম গ্রাম হবে তিলকপুর। এমন উদ্যোগের প্রশংসা করেছেন জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসন।

এমন উদ্যোগ সারাদেশে ছড়িয়ে দেয়া গেলে গ্রাম পর্যায়ে অপরাধ কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি