ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মোংলায় বাল্যবিবাহ করতে গিয়ে যুবক শ্রীঘরে

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৪, ১৪ জানুয়ারি ২০২০

বাগেরহাটের মোংলায় বাল্যবিবাহ নিরোধ আইনে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাত সাড়ে ১০টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদণ্ডদেশ দেন উপজলো নির্বাহী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত মান্নান।

দণ্ডপ্রাপ্ত যুবক রিয়াজ মল্লিক (১৯) উপজেলার সুন্দরবন ইউনিয়নের কচুবুনিয়া গ্রামের শাহজাহান মল্লিকের ছেলে।

ছয় দিন আগে ওই যুবক একই গ্রামের জনৈক ব্যক্তির অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে ফুসলিয়ে ভাগিয়ে নিয়ে পালিয়ে যায়। মেয়েটিকে নিয়ে ওই ছেলেটি ছয় দিন বিভিন্ন জায়গা পালিয়ে থাকার পর পরিবারের মাধ্যমে তাদের অবস্থান সনাক্ত হওয়ার পর সোমবার রাতে পৌর শহরের এম রহমান সড়কের একটি বাড়ি থেকে ওই যুবককে আটক করে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭’র ৭ এর ২ ধারায় এক মাসের সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের এ সাজায় স্থানীয়রা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত মান্নানকে সাধুবাদ জানিয়েছেন।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি