ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে নড়াইলে শোভাযাত্রা

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৭, ১৪ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে নড়াইলে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সোমবার বিকালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম থেকে এ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম বার), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, জাতীয় ফুটবল প্রশিক্ষক আব্দুর রাজ্জাক, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আয়ুব খান বুলু, সহসম্পাদক কৃঞ্চ পদ দাস, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক আব্দুর রশিদ মন্নু।

ফুটবল প্রশিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, ফুটবল খেলার আনন্দ-আমেজ সারাদেশে ছড়িয়ে দিতে আগামী ১৭ জানুয়ারি থেকে দেশব্যাপী বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করা হবে। নড়াইল অঞ্চলের খেলার উদ্বোধন হবে ১৮ জানুয়ারি। ওইদিন লোহাগড়া উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে নড়াইল বনাম খুলনা জেলা দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি