ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

শীতার্তদের মাঝে কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের শীতবস্ত্র বিতরণ 

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৩, ১৪ জানুয়ারি ২০২০

সুনামগঞ্জের ছিন্নমূল হতদরিদ্র ২০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ভারপ্রাপ্ত জেলা জেলা প্রশাসক মোহাম্মদ শরিফুল ইসলাম।
 
এ সময় উপস্থিত ছিলেন, কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সহ-সভাপতি হাজী আবুল কালাম, মো.জাকির হোসেন সরকার, সাবেক পৌর কাউন্সিলর আবদুল্লাহ আল নোমান, অ্যাডভোকেট মো.শায়েস্তা উদ্দিন, কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের স্কাউটস লীডার জি এম তাশহিজ,সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাহবুব, জেলা রোভার’র সিনিয়র রোভার মেট দুর্জয় দত্ত পুরকায়স্থ, কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপের সিনিয়র রোভার মেট এস.এ.তাহের আলী, মো.লুৎফুর রহমান, জাকারিয়া ইমন,  অমিত দাশ গুপ্ত, ইসরাত জাহান সুমাইয়া জাহান প্রমুখ।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, এই শীতে শীতার্ত মানুষজনের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের ও এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, কর্ণিকার মুক্ত স্কাউটস সব সময় যে কোন দুর্যোগে অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে। আমি মনে করি কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ সব সময় এভাবে সাধারণ মানুষের পাশে থাকবে। জেলায় একটি স্কাউট সংগঠন যে কিনা বিনা স্বার্থে সব সময় কাজ করে থাকে এমনকি জেলা প্রশাসনের যে কোন প্রয়োজনে যে কোন প্রোগ্রামে কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপকে পাশে পায়।

উল্লেখ্য, গ্রুপের সদস্যরা গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন স্থান থেকে, মানুষের বাসায় বাসায় গিয়ে ব্যবহৃত পুরাতন গরম কাপড় সংগ্রহ করেছে এবং নিজেদের জমানো টাকা দিয়ে কিছু নতুন কম্বল ক্রয় করে। এছাড়া জেলা প্রশাসন থেকে কিছু কম্বল পায় যা তারা অসহায় মানুষদের মাঝে বিতরণ করে।

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি