ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় পাঁচ ইটভাটাকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৫, ১৪ জানুয়ারি ২০২০

চুয়াডাঙ্গার জীবননগরে পৃথক অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটাকে দুই লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিয়মনীতি না মেনে ইট প্রস্তুতের অভিযোগে দুইটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। 

মঙ্গলবার দুপুরে পৃথক অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মনীতি না মেনে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের দায়ে এআরবি ব্রিকসের মালিক আরিফুজ্জামানকে ২০ হাজার, শাহ ইটভাটার মালিক এসএম শামিমকে ৩০ হাজার, সরকার ইটভাটার মালিক শাকিলুজ্জামানকে ৬০ হাজার, এএনজেএম ব্রিকসের মালিক জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলমকে দেড় লাখ টাকা এবং এমএআর ব্রিকসের মালিক আসাদুল হককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অনুমোদন ছাড়া ইট উৎপাদন, মাটির ব্যবহার ও কৃষি জমিতে ভাটা স্থাপনের অভিযোগে এআরবি ব্রিকস ও শাহ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি