ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঘন কুয়াশায় মাঝ নদীতে ১১ ফেরি আটকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৪, ১৫ জানুয়ারি ২০২০

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া -পাটুরিয়া ও শিমুলিয়া- কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার দিনগত রাত আড়াইটা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে আটকা পড়ে কয়েকশ যানবাহন। সৃষ্টি হয় কয়েক কিলোমিটার যানজটের। প্রচণ্ড শীতে দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা। মাঝ নদীতে আটকা পরেছে ৫ টি ফেরি।

এদিকে, ঘন কুয়াশায় বন্ধ রয়েছে শিমুলিয়া- কাঁঠালবাড়ী নৌ পথের ফেরি চলাচল। মাঝ পদ্মায় নোঙর করেছে ৬ টি ফেরি। পারাপারের অপেক্ষায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আটকে আছে ছোট বড় পাঁচ শতাধিক যানবাহন।

বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে সব প্রকার ঝুঁকি এড়াতে রাত সাড়ে নয়টা থেকেই ফেরি চলাচল বন্ধ করে দিতে হয়। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল আবার চালু করা হবে বলে জানান তারা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি