ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আশুগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১১:২০, ১৬ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১৪।

এর আগে গতকাল বুধবার দুপুরে আশুগঞ্জ উপজেলার পাওয়ার হাউজের সামনে থেকে পিকআপ ভ্যানসহ কামাল মিয়া নামের একজনকে আটক করা হয়। আটক কামাল মিয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার খালিকাপুর (দক্ষিণপাড়া) এলাকার আব্দুল হামিদের ছেলে।

ভৈরব ক্যাম্পের কোম্পানির অধিনায়ক, অতিরিক্ত এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে পিকআপ ভ্যানসহ কামাল মিয়াকে আটক করা হয়। পরে পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজার বর্তমান মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। তার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি