ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাসরের ফুল আনতে গিয়ে না ফেরার দেশে বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৪, ১৭ জানুয়ারি ২০২০

নিহত বর তন্ময় বিশ্বাস

নিহত বর তন্ময় বিশ্বাস

Ekushey Television Ltd.

রাত পোহালেই বিয়ে, যাবতীয় প্রস্তুতিও প্রায় শেষ। শুধু বাসর ঘর সাজানোর ফুল আনাটাই বাকি। এমনই সময় খবর এলো সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বরের। ঝিনাইদহ শহরের কলাহাট এলাকায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে ঘটেছে এমন ঘটনা।
 
নিহত বরের নাম তন্ময় বিশ্বাস। সদর উপজেলার কলোমনখালি গ্রামের গোলাম নবীর ছেলে। তার মৃত্যুতে বর ও কনে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের আত্মীয় শিপন বলেন, শুক্রবার (১৭ জানুয়ারি) জেলা সদরের হাট বাকুয়া গ্রামের এক মেয়ের সঙ্গে বিয়ের কথা ছিল যুবক তন্ময়ের। বাড়িতে প্রস্তুতিও প্রায় শেষ। সন্ধ্যায় বাসরঘরের ফুল কিনতে ঝিনাইদহ শহরে যায় সে। হঠাৎ রাত ৮টার দিকে খবর এলো সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তন্ময়।

ঝিনাইদহ ফায়ার সার্ভিস কর্মকর্তা রউফ মোল্লা জানান, মোটরসাইকেল থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন তন্ময় বিশ্বাস। ওই সময় হয়তো ট্রাক অথবা বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে মরদেহটি সদর হাসপাতালে পৌঁছে দেয়া হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি