ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির দায়ে সিলেটে যুবক গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯, ১৭ জানুয়ারি ২০২০

প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি ও অর্থমন্ত্রী এবং সরকারের বিভিন্ন মন্ত্রী এমপিদের ছবি বিকৃতির অপরাধে মুক্তার আহমদ রাফি (২৮) নামে এক যুবককে ডিজিটাল নিরাপত্তা আইনে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে মহানগর স্বেচ্ছাসেবক লীগেরসহ-সভাপতি জাহাঙ্গীর আলম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

প্রধানমন্ত্রী, প্রয়াত রাষ্ট্রপতি, বর্তমান ও সাবেক মন্ত্রী, সংসদ সদস্যদের নিয়ে আপত্তিকর ছবি তৈরি করে কুরুচিপূর্ণ মন্তব্যসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে আসছিল বলে জানান তিনি।

মুক্তার আহমদ রাফি নগরের ঘাসিটুলা হিয়ারবন মোল্লাপাড়ার ডি-ব্লকের ১২৪ নং বাসার মৃত সামছুর রহমানের ছেলে।

গ্রেফতারকৃত ব্যক্তির হেফাজত থেকে অপরাধের ঘটনায় ব্যবহৃত ১টি মোবাইল সেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি