ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে প্রাইভেটকার চাপায় মোটরসাইকেল চালক নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৩, ১৭ জানুয়ারি ২০২০

সদর উপজেলার জামালপুরে প্রাইভেটকারের চাপায় রফিকুল ইসলাম (২৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মফিদার রহমান জানান,  কৃষ্ণাপুর গ্রামের মংলুর ছেলে রফিকুল ইসলাম বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে মোটরসাইকেলযোগে  শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের জামালপুর ভাতারমারি ইক্ষু খামার এলাকায় পৌঁছালে অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রফিকুল মারা যান।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি