ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৮, ১৭ জানুয়ারি ২০২০

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে পটিয়ার শান্তিরহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওমর ফারুক (৪০) ও জাহিদ হোসেন (৩৮)। ওমর ফারুকের বাড়ি নোয়াখালী জেলায়। আর জাহিদের বাড়ি কক্সবাজার জেলায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বিসমিল্লাহ পরিবহন একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়। উদ্ধার করে তাদের চট্টগ্রাম মেডিকেলে আনা হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। 

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, এ ঘটনায় বাস দু'টিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি