ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
প্রকাশিত : ২০:০৭, ১৭ জানুয়ারি ২০২০
“মুজিবর্ষে অঙ্গিকার মাদক মুক্ত বাংলাদেশ গড়ার” এ শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
শুক্রবার বিকালে স্থানীয় পাবলিক ক্লাব মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মু. সাদেক কুরাইশী, পুলিশ সুপার মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাও-৩ আসনের সাবেক এমপি ইমদাদুল হক সহ সরকারি কর্মকর্তা ও আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উদ্বোধনী খেলায় রাজশাহী কিশোর ফুটবল একাডেমি গাইবান্ধা ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারায়। পীরগঞ্জ বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজন কমিটির উদ্যোগে এ টুর্নামেন্টে রাজশাহী, বগুড়া, গাইবান্ধা, রংপুর, জয়পুরহাট, দিনাজপুর ও ঠাকুরগাঁওসহ জেলার ৮টি দল অংশ নিচ্ছে।
আরকে//
আরও পড়ুন