ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ীতে ৫ দিনব্যাপী ৮ম স্কাউট সমাবেশ শুরু

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ২২:১২, ১৭ জানুয়ারি ২০২০

‘স্কাউটিং করবো, পরিচ্ছন্ন দেশ গড়ব’এই  প্রতিপাদ্যে রাজবাড়ীতে পাঁচ দিনব্যাপী ৮ম স্কাউট সমাবেশ শুরু হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ স্কাউট রাজবাড়ী সদর উপজেলা শাখার আয়োজনে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এ সময় আমন্ত্রিত অতিথিসহ উপস্থিত সবাইকে স্কার্প ও ক্যাপ পড়ানো হয়। সমাবেশে স্কাউটরা কুচকাওয়াজ প্রদর্শন করে।

৫ দিনব্যাপী স্কাউট সমাবেশে রাজবাড়ী সদর উপজেলার ৩০টি বিদ্যালয় ও মাদ্রাসার প্রায় ৩০০ স্কাউট অংশ নিয়েছে। সমাবেশে চন্দনা ও গড়াই, হড়াই নামে সাব ক্যাম্প করা হয়েছে। 

এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদুজ্জাদান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানে এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়াম্যান রাকিবুল হাসান পিয়াল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, রাজবাড়ী সদর উপজেলার স্কাউট সম্পাদক সুকুমার বিশ্বাস। সঞ্চালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান। উদ্বোধনী সমাবেশের আলোচনা সভা শেষে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

এতে সহকারী লিডার ট্রেইনার হিসেবে সুকুমার বিশ্বাস, ইউনিট লিডার গুরুপদ বিশ্বাস, রোভার শামীম আহসানকে ব্যাচ পড়িয়ে দেন অতিথিরা। আগামি ২০ জানুয়ারি শেষ হবে এ সমাবেশ। 

এআই/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি