ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

যশোরে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকসহ তিন নারী নিহত

যশোর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৭, ১৮ জানুয়ারি ২০২০ | আপডেট: ১২:০৩, ১৮ জানুয়ারি ২০২০

যশোরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটি ও বাড়ির প্রাচীরে ধাক্কা লেগে এক চিকিৎসকসহ তিন নারী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।  

শুক্রবার (১৭ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে জেলা শহরের পুরাতন কসবা বিমান অফিস মোড়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা সবাই একই পরিবারের। তারা হলেন-যশোর শহরের আরএন রোডের আফরোজা তাবাসসুম (২৬) ও তার দুই ননদ শহরের ঢাকা রোড মোল্লাপাড়ার ইয়াসিন আলীর দুই মেয়ে ডা. তনিমা  ইয়াসমিন পিয়াশা (২৫) ও তানজিলা ইয়াসমিন তিয়াসা (২৮)।

আহতরা হলেন-নিহত তিথীর সন্তান মনিরুল (৪) ও তাদের আত্মীয় হৃদয় (৩০)।

যশোর কোতয়ালি থানার পরিদর্শক তদন্ত তাসনীম আহমেদ নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান,  হতাহতরা রাত সাড়ে ১২টার দিকে প্রাইভেটকারযোগে ঘুরতে বের হয়। এ সময় গাড়িটি শহরের পুরাতন কসবা বিমান অফিস মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুটি ও একটি বাড়ির প্রাচীরে গিয়ে সজোরে ধাক্কা লাগে। গাড়ির একটি অংশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা শঙ্কামুক্ত।

এআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি