ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দিনাজপুরে রাতে চুরি হচ্ছে নরকংকাল (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩১, ১৮ জানুয়ারি ২০২০

এই কবর খুঁড়ে নরকঙ্কাল চুরি করা হয়েছে- একুশে টেলিভিশন

এই কবর খুঁড়ে নরকঙ্কাল চুরি করা হয়েছে- একুশে টেলিভিশন

সীমন্তবর্তী জেলা দিনাজপুরে রাতের আঁধারে কবরস্থান থেকে চুরি হয়ে যাচ্ছে নরকংকাল। এরই মধ্যে দুটি কবরস্থান থেকে অন্তত ৩১টি কংকাল চুরি হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

তবে পুলিশের দাবি, অপরাধীদের ধরতে চেষ্টা চলছে।

গত ৩০ ডিসেম্বর উত্তর জেলার শিবপুর কবরস্থানে ৪টি কবরের মাটি সরানো দেখেন স্থানীয়রা। পরে কঙ্কাল চুরির ঘটনা সামনে আসে। ২ থেকে ৩ বছর আগে দেয়া কবরে মানব দেহের কঙ্কালের কোনো অস্তিত্ব মেলেনি এ কবর থেকে। 

স্থানীয়রা জানান, সদর উপজেলার উত্তর শিবপুর এবং সদরপুরে টেক্সটাইল বাজারের কাছে কবরস্থান থেকে এর মধ্যে অন্তত ৩১টি নরকঙ্কাল চুরি হয়েছে। পরিবারের সদস্যদের মৃতদেহ কবর থেকে গায়েব হওয়ার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।

ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছে জেলা পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বলেন, ‘আমরা তদন্ত শুরু করেছি। এ ঘটনায় যদি স্থানীয় কেউও জড়িত থাকে তাদেরও ছাড় দেওয়া হবে না।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি