ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা হত্যার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৯, ১৮ জানুয়ারি ২০২০

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন বরুড়ার আড্ডা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো. শরীফ খানের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

শনিবার (১৮ জানুয়ারি) সকালে চান্দিনা পল্লী বিদ্যুত সমিতি- ১  এর কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। 

এতে বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুত সমিতি- ১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, এজিএম খাদিজাতুল কোবরা, ফয়সাল চৌধুরী, লাইন টেকনেশিয়ান মো. রফিকুল ইসলামসহ অন্যান্যরা। বক্তারা আগামি ৭২ ঘন্টার মধ্যে শরীফ খানের খুনীদের গ্রেফতারের দাবি জানান। 

উল্লেখ, গত বুধবার রাতে বাসার গ্রিল ভেঙ্গে ভেতরে ঢুকে ঘাতকরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করে শরীফ খানকে। পরদিন বৃহস্পতিবার এ ঘটনায় বরুড়া থানায় হত্যা মামলা দায়ের করেন তার স্ত্রী। কিন্তু ঘটনার তিনদিনেও কোনো অপরাধীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি